জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন ধরেই রাজ্যের চাইল্ড লাইনের কাছে খবর ছিল যে দুর্গাচৌমুহনী নবোদয় পাড়ায় একটি বাইক মেকানিকের দোকানে এক নাবালক ছেলে কাজ করে। বৃহস্পতিবার তারই পরিপ্রেক্ষিতে রামনগর আউটপোস্টের সদস্যদেড় সঙ্গে নিয়ে অভিযানে যায় চাইল্ড লাইনের আধিকারিকরা এবং নাবালক ছেলেটিকে উদ্ধার করে নিয়ে আসে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাইল্ড লাইনের এক আধিকারিক জানান দীর্ঘদিনের পাওয়া খবরের উপর ভিত্তি করে আজকের এই অভিযান এবং খবরের সত্যতা পেয়েই নাবালক ছেলেটিকে উদ্ধার করা হয় , কিন্তু এখানে এসে তাদের কিছু এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় তবুও চাইল্ড লাইনের আধিকারিকরা নাবালক ছেলেটিকে উদ্ধার করে নিয়ে আসে বলে জানান।