জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএমের ২৩ তম রাজ্য সম্মেলন আগামী ২৫ ও ২৬ তারিখ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিপিআইএম পার্টি হল একমাত্র প্রার্থী যারা নিচ থেকে উপর পর্যন্ত সংগঠনের মধ্য দিয়ে তাদের সাংগঠনিক পদ তৈরি করে। এই সম্মেলনের বার্তা জনমনে পৌঁছে দিতে বৃহস্পতিবার আগরতলা বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে গোটা আগরতলাসহ বিভিন্ন জায়গায় প্রচার শয্যা সংগঠিত করে ফ্ল্যাগ পোস্টার লাগানো হয়। সিপিআইএমের ৩০ তম রাজ্য সম্মেলনে সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএমের নেতৃত্ব অমল চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের দেশ এবং রাজ্যে এখন স্বৈরাচারী সরকারের শাসন চলছে একদিকে অটো স্ট্যান্ড সরিয়ে দিচ্ছে অন্যদিকে হকারদের উৎখাত করে দিচ্ছে। মানুষের কাজ নেই, খাদ্য নেই , বেকারদের ইন্টারভিউ নামে প্রহসন দপ্তরে দপ্তরে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, এই যে অপশাসন তার বিরুদ্ধে সিপিআইএমের ২৩ তম সম্মেলনে বার্তা উঠবে বলে জানান তিনি।