Site icon janatar kalam

উচ্ছেদ অভিযানে গিয়ে ক্ষোভের মুখে মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-
বুধবার আগরতলা নাগেরজলা হাওড়া নদীর পাশে থাকা যে অটো স্ট্যান্ড ছিল তা সরানোর জন্য পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং কমিশনার সহ এলাকার কাউন্সিলর গিয়েছিলেন, কিন্তু তৈরি হয় সেখানে উত্তেজনা। পরবর্তী সময় পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। তার কিছুক্ষণ পরে ওইখানকার অটো চালকরা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার শুরু করে এবং একজন সাংবাদিককে মারতেও আসে পরে পুলিশ এসে তা নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন পূর্বে অটো মালিকদের সাথে ওদের কথা হয়েছিল এবং সেই মোতাবেক আজ উচ্ছেদে আসেন, রাজধানী আগরতলার বটতলা টু নাগেরজলা রোড যানজটমুক্ত করার লক্ষে এই উচ্ছেদ, কিন্তু একাংশ অটো চালকদের কথা অনুযায়ী তাদের যেন যাত্রী পেতে অসুবিধা না হয় তার জন্য ওভারব্রীজের নিচে দু, তিন লাইনের অটো থাকবে যাত্রী পেলেই চলে যাবে এবং এখানেই পুনরায় এসে দাঁড়াবে বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version