Site icon janatar kalam

আগামী ২৮ তারিখ অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৮ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এটি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সম্মেলনের দিন। নির্বাচন ঘনিয়ে আসায় আগরতলার আদালত প্রাঙ্গণে আইনজীবীরা কঠোর পরিশ্রম করছেন। ত্রিপুরা বার নির্বাচনকে কেন্দ্র করে আগরতলা আদালত চত্বরে জোর রাজনৈতিক তৎপরতা চলছে। 2019 সালে বার অ্যাসোসিয়েশনের ত্রিপুরায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনার কারণে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা যায়নি। এদিকে বিধানসভা নির্বাচনের দুই বছর পর আইনজীবীদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কংগ্রেস-বাম জোট বর্তমানে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ক্ষমতায় থাকলেও এ বছর লড়াই ত্রিদেশীয় হবে বলে আশা করা হচ্ছে। রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী জানান, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বুধবার পর্যন্ত ৩৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। মোট 15টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, মোট ভোটার 417 জন।

Exit mobile version