সারা দেশের সাথে রাজ্যেও পালিত হলো এন এস ইউ আইয়ের ৫০তম প্রতিষ্ঠা দিবস। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে দিনটি উদযাপিত করা হয়। তাছাড়া এই দিনটি রাজ্যের বিভিন্ন জেলায় লক ডাউন কে মান্যতা দিয়ে ৬জনের প্রতিনিধি নিয়ে পতাকা উত্তোলনে মাধ্যমে পালন করা হয়েছে। এদিন এন এস ইউ আই সভাপতি বক্তব্য রাখতে গিয়ে আজকের এই দিনে ছাত্র ছাত্রীদের সাহাৰ্য্যার্থে নেওয়া শপথের কথা তুলে ধরেন।