Site icon janatar kalam

ভাষণ শেষে আমজনতা সুদীপ রায় বর্মনকে ভারত মাতা কি জয় স্লোগান শুনালো , তাতে কিছুটা হলেও বিরক্তি প্রকাশ সুদীপের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘরের ছেলে সুদীপ রায় বর্মন এবং আশিস সাহাকে বরণ করে নিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন পদত্যাগী বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেসে যোগদানের পর অর্থনৈতিক নীতির জন্য নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছেন। বিজেপি বিধায়ক আশিস সাহার সাথে সুদীপ বর্মন ৮ই ফেব্রুয়ারি দিল্লিতে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং আজ ত্রিপুরা ফিরেছেন, সুদীপ বর্মনের সমর্থনে আজ বিপুল সংখ্যক হাজার হাজার দলীয় কর্মীকে দেখা গেছে। তাছাড়া তাদের বরণ করার উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে এক জনসমাবেশের আয়োজন করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন , “বিজেপি জিজ্ঞাসা করে, কংগ্রেস 70 বছরে কী করেছে? আমি বলি, ভারতে আজ যা কিছু আছে তা কংগ্রেসের কারণে বর্মন বিজেপি এবং নরেন্দ্র মোদির অর্থনৈতিক ব্যর্থতাকে লক্ষ্য করে একথা বলেছেন বলে ওনার বক্তব্যে তুলে ধরেন। তাছাড়া এদিন সুদীপ বর্মন আরো বলেন, “আমি অনেক আগেই আমার স্ত্রীকে বলেছিলাম যাত্রার মাঝপথে আমি মারা গেলে আমার মরদেহ কংগ্রেস ভবনে নিয়ে আসতে হবে। এটা দিলীপ সরকারের ইচ্ছাও ছিল কিন্তু আফসোস তার ইচ্ছা পূরণ হয়নি। আমি বিধায়ক সুরজিৎ দত্ত এবং অন্যদের ফিরে আসার আমন্ত্রণ জানাই৷ কংগ্রেস হল সেই দল যা আমাদের ডিএনএতে রয়েছে এবং সেই দলটিই ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করেছে”। এদিনের সমাবেশে সুদীপ রায় বর্মনের বক্তব্য শেষে দলীয় সমর্থক “ভারত মাতা কি জয় ” স্লোগান তোলাতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন সুদীপ রায় বর্মন এবং জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলে ওনার বক্তব্য শেষ করেন। এদিনের জনসমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version