Site icon janatar kalam

শনিবার যথাযথ মর্যাদায় পালিত হল উপজাতি যুব ফেডারেশনের ৫৬ তম প্রতিষ্ঠা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে উপজাতি যুব ফেডারেশনের ৫৬তম প্রতিষ্ঠা দিবস। এদিন বক্তব্য রাখতে গিয়ে উপজাতি যুব ফেডারেশনের এক নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে বলেন ১৯৬৭ সালের ১২ ফেব্রুয়ারিতে এই সংগঠনের জন্ম হয়। জন্মলগ্ন থেকেই আজ অবধি এই সংগঠন রাজ্যের সাধারন জনগন এবং উপজাতি অংশের মানুষদের অর্থনৈতিক বিকাশের দাবী নিয়ে লড়াই চালিয়ে আসছে এবং এখনো এই সংগ্রাম জারী রয়েছে বলে জানান। তাছাড়া বর্তমান রাজ্যের যে পরিস্থিতি গনতন্ত্র বিপন্ন, ব্যাক্তি স্বাধীনতা নেই, বাক্ স্বাধীনতা নেই এরকম পরিস্থিতিতেও উপজাতী যুব ফেডারেশন এই লড়াই জারী রেখেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version