জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ড এবং ১৫ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান। এদিন উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, ১৪নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবসহ নিগমের অন্যান্য আধিকারীকরা। এদিন সংবাদমাধ্যমকে পুর নিগমের মেয়র বলেন এদিন ওয়ার্ড পরিদর্শন করে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ঘুরে দেখলেন এবং এলাকার মানুষের সাথে কথা বলেন ও পুর নিগম নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরনে লক্ষে যা যা করনীয় তা অক্ষরে অক্ষরে করবেন বলে অভিমত ব্যক্ত করেন । তাছাড়া রাজ্যের প্রত্যেকটি ওয়ার্ডকে ঢেলে সাজানোর লক্ষে সমস্ত ওয়ার্ড পরিদর্শনে যাবেন বলে জানান। পাশাপাশি এদিন হকার উচ্ছেদ প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন এই সরকার গরীব মানুষের সরকার, মানুষ যেন সুষ্ঠুভাবে বাচতে পারে সেদিকে লক্ষ রেখেই কাজ করে চলছে, সুতরাং হকারদের উচ্ছেদ করা হচ্ছে না উচ্ছেদ তাদের করা হচ্ছে যারা সরকারী রাস্তা বেআইনিভাবে দখল করে জমসমস্যা তৈরী করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিরোধীদের রাজনীতি করার কোন সুযোগ নেই, শুধু নিজেদের অস্তিত্বের জানান দিতে বেআাইনিভাবে কাজ করা লোকেদের সাথে মিলে সরকারের জনস্বার্থ নীতিকে কলুষিত করার অপপ্রয়াস চালাচ্ছেন বলে জানান।