Site icon janatar kalam

৩১নং ওয়ার্ডের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ও এন জি সি কর্মীবৃন্দের উদ্যোগে রাজধানী আগরতলার কলেজটিলাস্থিত ৩১নং ওয়ার্ডের গরীব ও দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর মন্ডল সভাপতি , এলাকার কাউন্সিলর এবং খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী সহ আরো অন্যান্যরা। এদিন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সহ-সভাপতি তথা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যী বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জীর নেতৃত্বে রাজ্য সরকার জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। তাছাড়া বিভিন্ন জায়গায় গরিব শ্রমজীবী, অন্তদ্বয় মানুষদের সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ,তারই নিরিখে ও এন জি সি এমপ্লয়ীজ এসোসিয়েশন এই জায়গায় যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের সহযোগিতা করার লক্ষে শীত বস্ত্র প্রদানের মধ্যে এটা প্রমাণিত হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ডাক তাতে সকলেই অংশগ্রহণ করছেন বলে অভিমত ব্যাক্ত করেন।

Exit mobile version