Site icon janatar kalam

মেডিকেল অফিসার পদে নিয়োগের দাবীতে স্বাস্থ্য সচিবের নিকট ডেপুটেশন All Tripura BHMS Doctors Association

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-১৯৯৮ সালের মে মাসে টিপিএসসি রেকর্ড অনুযায়ী মেডিকেল অফিসার (হোমিওপ্যাথি) সর্বশেষ টি পি এস সি এর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল ১৯৯৮ সালে। বলা বাহুল্য উল্লিখিত সময়ের পরে দীর্ঘ ২৪ বছরের পরেও মেডিকেল অফিসার (হোমিওপ্যাথি) নিয়োগের জন্য কোন পদ তৈরি করা হয়নি। ফলে রাজ্যের বিভিন্ন সরকার সমগ্র ত্রিপুরা জুড়ে চিকিৎসা কেন্দ্রগুলিতে জরুরীভাবে ভাল সংখ্যক মেডিকেল অফিসার টিপিএসসির মাধ্যমে পদ সৃষ্টির পাশাপাশি মেডিকেল অফিসার (হোমিওপ্যাথি) এর শূন্যপদ পূরণের জন্য ডাক্তারদের অবসর গ্রহণ অপেক্ষায় এবং তারপর পরবর্তীকালে, শূন্য পদ পূরণ না হওয়ার কারণে বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র/উপ-কেন্দ্র হয় বন্ধ হয়ে গেছে বা ফার্মাসিস্ট/জিডিএ দ্বারা পরিচালিত হয়েছে। ফলে দিন দিন হোমিওপ্যাথিক চিকিৎসার অবনতি ঘটছে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আগরতলার গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের সচিব এর নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন এক আন্দোলনকারী ডাক্তার বলেন ১৯৯৮ সালে নিযুক্তির পর দীর্ঘ ২৪ বছরে আর কোন নিযুক্তি হয়নি, আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক ডেপ্রাইভ হয়েছি আর যেন ডিপ্রাইভ না হই তার জন্যে অতিসত্বর টিপিএসসির মাধ্যমে তাদেরকে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হয় তার আবেদন রাখেন। তাছাড়া এই মুহুর্তে প্রায় ৬০০ জন রয়েছে কিন্ত যেহেতু ব্যাপারটা দীর্ঘ ২৪ বছরের তাই বেকারের সংখ্যাটা অনেক বেশী বলে জানান এরা।

Exit mobile version