জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজধানী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সভাপতি মানিক দেব, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি লক্ষী নাগসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সভাপতি মানিক দেব বলেন সদ্য বিজপি দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহা। তাদেরকে আগামী 12 জানুয়ারি প্রদেশ কংগ্রেসে বরণ করে নেওয়া হবে বলে জানান মানিক দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, এবং প্রদেশ কংগ্রেসের রাজ্যের ভারপ্রাপ্ত প্রভারী অজয় কুমারজী বলে জানান। তাছাড়া এদিন তিনি আরও বলেন দিল্লিতে তাদের সাথে থাকা অন্যান্য নেতৃত্বরাও যোগদানের জন্য এগিয়ে আসছে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা যোগদানের ইচ্ছা প্রকাশ করছেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হচ্ছে বলে জানান দেন।