জনতার কলম ত্রিপুরা প্রতিনিধিঃ- দেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও ভারতীয় নাইটিংগেল লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন আজ। ওনার মৃত্যুতে দেশ বিদেশের সংগীত প্রেমী মানুষ এবং সংগীত শিল্পীরা ব্যাথিত। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র। তাই উনার প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের সাধারন প্রশাসনের সচিব এই সংবাদ জানিয়েছেন যে ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২২ এই দু’দিন রাজ্যে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই দু’দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তাছাড়াও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সমস্ত ধরণের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ থাকবে বলে।