Site icon janatar kalam

শিল্পী মহল ও ত্রিপুরা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাজ্ঞ নিবেদন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার শিল্পী মহল ও ত্রিপুরা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানানো হয় আগরতলা রবীন্দ্র ভবন আম্রকুঞ্জর সামনে।এই দিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী মহল ও ত্রিপুরা সংস্কৃতি মঞ্চের শিল্পীরা। প্রয়াত লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং প্রয়াত লতামঙ্গেসকারের সরণিতে এক সঙ্গীত পরিবেশন করেন। এই দিনের শ্রদ্ধাজ্ঞাপনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে শিল্পীমহল ত্রিপুরা সংস্কৃতি মঞ্চের শিল্পীরা বলেন মা সরস্বতী নিজের প্রিয় কন্যাকে নিয়ে চলে গেলেন, কিন্তু সঙ্গীত জগতের যে অফুরন্ত ক্ষতি হয়েছে তা কোনদিন ভরার মত নই। তাছাড়া আমাদের প্রজন্ম ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছে এবং ভবিষ্যৎ প্রজন্মও শিখবে বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মত প্রকাশ করেন।

Exit mobile version