Site icon janatar kalam

একান্ত আপন সংগঠনের বিভিন্ন জায়গায় পড়ে থাকা মাটির প্রতিমা সাফাই কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই উপলক্ষে বাঙালিরা অনেক ঘটা করে যার যার সামর্থ অনুযায়ী অর্থ খরচ করে পালন করে চলছেন, এবং কোথাও কোথাও মাটির মূর্তি দিয়ে পুজো করা হয় দেবদেবীদেরকে। কিন্তু পুজো শেষ হলে তাদেরকে কখনো দেখা যায় বটবৃক্ষের নিচে কোথাও আবার জলাশয়ে আবার কখনো দেখা যায় রাস্তার কিনার ফেলে রেখে দিয়েছেন। রবিবার আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় আম্রকুঞ্জ এর নিচে একান্ত আপন সংগঠনের পক্ষ থেকে ওই সমস্ত মাটির প্রতিমা গুলোকে পরিষ্কার করার জন্য মাঠে নামেন। এদিন সংবাদমাধ্যমকে একান্ত আপন সংগঠনের সাধারন সম্পাদিকা বলেন বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজো শেষ হওয়ার পর যথাযথ স্থানে না রাখার ফলে কুকুর বিড়াল মুত্র বিসর্জন করছেন এর ফলে গোটা সমাজ কলঙ্কিত হচ্ছে, তাই একান্ত সংস্থার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর কাছে আহবান রাখা হয় মূর্তি যথার্থ স্থানে বিসর্জন দেওয়ার জন্য এবং এই বিষয়ে সচেতন হওয়ার জন্য। পাশাপাশি এই দিন সুরের সুরঝঙ্কার প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর কে শ্রদ্ধা জানালেন সংগঠনের কার্যকর্তারা।

Exit mobile version