Site icon janatar kalam

সরস্বতী পূজার দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সরস্বতী পূজার দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। আহতদের নাম বাপন দাস (১৯) ও অজয় ​​দাস (২০)। ঘটনাটি ঘটেছে আমতলী থানার অন্তর্গত সেকেরকোট আরকানির সংলগ্ন জাতীয় সড়কে। জানা গিয়েছে, যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকার দুই যুবক বাপন দাস ও অজয় ​​দাস পুজো দেখতে স্কুটারে করে বিশালগড় থেকে আগরতলা যাচ্ছিলেন। অতিরিক্ত গতির জন্য স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেকেরকোট আরকানির সংলগ্ন এলাকায় রাস্তা থেকে ছিটকে পড়ে। দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Exit mobile version