জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বাগদেবী সরস্বতীপূজা উপলক্ষে শনিবার আগরতলার লালবাহাদুর ব্যায়ামাগারে পূবদোয়া সামাজিক সংস্থার পক্ষ থেকে গরীব ছেলে মেয়ে ও এলাকার গরীব অংশের জনগন কে, স্কুলের ব্যাগ ও কম্বল বিতরন করা হয়। এই দিনের এই অনুস্থানে উপস্তিত ছিলেন পূর্ব দয়া সামজিক সংস্থার সাধারন সম্পাদিকা নিতি দেব, পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার, ক্লাবের সভাপতি প্রনব সরকার, কাউন্সিলার হিমানী দেববমা, আগরতলার ক্লাবফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ অন্যানরা পূর্ব দয়া সামাজিক সংস্থা সারা বছর প্রতিনিয়ত জনগণের পাশে থেকে কাজ করে চলেছেন এই ধরনের কাজ আগামী দিনে ও করে যাবেন। এই দিন পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন পূর্ব দয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা যেই ভাবে কাজ করে চলেছেন তার জন্য ধন্যধন্যবাদ জানান পাশাপাশি এিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশা মুক্ত করার জন্য যেই ডাক দিয়েছেন তাই ক্লাব এলাকায় এবং রাজ্যের যুব সমাজ যেন নেশায় অশক্ত না হয় সেই দিকে গুরুত্ব দিয়েনেশা বিরোধী অভিযানে কাজ করার জন্য।স্কুলের ব্যগ ও কলম্ব বিতরণ অনুস্থানে বক্তব্য রাখতে গিয়ে পূর্বদয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নিতি দেব বলেন পরিবারের ছেলে মেয়েদেরকে সঠিক ভাবে রাখতে গেলে পিতামাতার ভূমিকা গুরুত্বপূর্ণ তার পাশাপাশি তিনি আরো বলেন এই সরস্বতী পূজার দিনে সব ছেলে মেয়েদের কে যেন বিদ্যাবুদ্ধি দান করেন তার জন্য মা সরস্বতীর কাছে আশীর্বাদ চান, তিনি আরো বলেন পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার ভালো একজন লোক আর তিনি যে ভাবে শহর কে উন্নয়ন করার লক্ষে কাজ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানান তিনি।