Site icon janatar kalam

ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের সরস্বতী পূজায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বসন্ত পঞ্চমীর পূণ্য লগ্নে আজ ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের সরস্বতী পূজায় সস্ত্রীক উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় প্ৰিয় শিক্ষার্থীদের সাথে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন আজ সরস্বতী পূজার এই পুণ্যদিনে আমি সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে অঙ্গনওয়াড়ি থেকে উচ্চ শিক্ষায় শিক্ষারত ছাত্র-ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের আমি শুভেচ্ছা জানাই। রাজ্যের শিক্ষা দপ্তর, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সে ধারাকে অব্যাহত রাখতে বাগদেবীর কাছে প্রার্থনা করি। তাছাড়া মিশন ১০০ বিদ্যাজ্যোতি সহ রাজ্যের শিক্ষার সার্বিক মানোন্নয়নে গৃহীত গুচ্ছ পরিকল্পনার সফল বাস্তবায়নে, বিদ্যাদেবীর কৃপাবর্ষণে সেই লক্ষ্য প্রাপ্তির পথে গতি সঞ্চারিত হোক বলে অভিমত ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী শিশু শিল্পীদের নৈপুণ্যপূর্ণ শৈল্পিক ভাবনায় প্রকাশস্বরূপ অংকিত চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

Exit mobile version