জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- টিএসআর নবম বাহিনীর অন্তর্গত কোয়াইফাং পোস্ট পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী জওয়ানদের সুবিধা অসুবিধার কথা জেনে নেন তাদের কাছ থেকে। এদিন মুখ্যমন্ত্রী জানান জওয়ানরা যেভাবে রাজ্যে ও রাজ্যের বাইরে দক্ষতার সঙ্গে সাফল্যে নজির স্থাপন করে চলেছেন, তেমনি তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রতিও আমরা আন্তরিক। তাছাড়া সৈনিক সম্মেলনে দীর্ঘ কর্মজীবনে নিজেদের সঞ্চিত অভিজ্ঞতায় জওয়ানরা জানান যে বেতনের উর্দ্ধমুখীতা, পদোন্নতি, পোশাকের নতুনত্ব সহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ তাঁদের মনোবলকে অনেকটাই চাঙ্গা করেছে। প্রথম প্রচেষ্টায় নানান সংশয় কাটিয়ে বর্তমানে রাজ্যের বাইরেও কর্তব্যপালনে জওয়ানরা স্বেচ্ছায় আগ্রহী বলে অভিমত করেন মুখ্যমন্ত্রী।