জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ ৪ঠা ফেব্রুয়ারী বিশ্ব ক্যান্সার দিবস। আজকের দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হল মারাত্মক ও প্রাণঘাতী এই “কর্কট” রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রতি বছর বিশ্ব ক্যান্সার দিবসের জন্য আলাদা আলাদা থিম ঠিক করা হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। এই বছরের থিম হল Close_The_Care_Gap অর্থাৎ চিকিৎসা, সমবেদনা বা সমমর্মিতার ক্ষেত্রে কোনও রকম ফারাক রাখা যাবে না। আজকের দিনটিতে আমাদের সবাইকে মিলে শপথ নিতে হবে কোনও দেশ,রাজ্য, স্থান, কাল, পাত্রের ভেদাভেদ নয়। সকল ক্যান্সার আক্রান্ত রুগী যেনো সেবা চিকিৎসা পরিষেবা পেতে পারেন, এই দিকটি সুনিশ্চিত করার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই এবারের থিম “Close The Care Gap” ‘ক্লোজ দ্য কেয়ার গ্যাপ’ প্রকৃত অর্থে সত্যিই যথার্থ এবং সামনের ভবিষ্যতের কথা ভেবে সময়োপযোগী। এই দ্রুতগতির জীবনে মানুষ কখন কোন রোগে আক্রান্ত হয় সে সম্পর্কে আগাম কিছুই অনুমান করা যায় না! ক্যান্সার বিশ্বের সব রোগের মধ্যে সবচেয়ে বিপজ্জনক। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং এর প্রতিরোধ, সনাক্তকরণ এবং চিকিৎসাকে উৎসাহিত করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লড়াই করার শক্তি প্রকাশ পায়। ক্যান্সার একটি বড় রোগ, যার সময়মত চিকিৎসা প্রয়োজন। ক্যান্সার সম্পর্কে সচেতনতাই আগাম একটি সম্ভাব্য জীবন বাঁচাতে পারে!