জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শ্মশান ঘাটের সোলার লাইটের ব্যাটারি চুরির ঘটনা ঘটল।এবার চোরের দল হানা দিল শ্মশান ঘাটে। রাতের আধারে শ্মশান ঘাটের সোলার লাইটের ব্যাটারি চুরি করে পালাল চোরের দল।ঘটনা বিশ্রামগঞ্জ থানা অন্তর্গত বরজালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়িঘর, দোকানপাট মন্দিরের পর এবার শ্মশান ঘাটে হানা দিল চোরের দল।ঘটনা সম্প্রতি বিশ্রামগঞ্জ থানা অন্তর্গত বরজালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাতের অন্ধকারে শ্মশান ঘাটের দুইটি সোলার লাইটের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়া য় রাতে শবদেহ সৎকার করতে গিয়ে সমস্যায় পড়ছে গ্রামের মানুষ।তাই গ্রামের মানুষ গ্রাম পঞ্চায়েতর কাছে আবেদন জানিয়েছে গ্রাম পঞ্চায়েত যেন নতুন করে সোলার লাইটের ব্যাটারি লাগানোর ব্যবস্থা করে দেয় শ্মশান ঘাটে।