জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কাকাতো ভাইয়ের হাতে মার খেতে হল কাকিমা ও ভাইকে। ঘটনা আগরতলার মিলন চক্র নিবেদিতা হার্ডওয়ার সংলগ্ন এলাকায়। বুধবার সকালে বাড়িতে এসে চিরন্তন দেব ও তার মা সংহীতা দেব কে মারধোর করে কাকাতো ভাই অনির্বাণ দেব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম মহিলা থানায় লিখিত মামলা করেন সংহীতা দেব। বিগত অনেক মাস ধরে কাকাতো ভাই প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো চিরন্তন দেব কে।
এই ঘঠনা নিয়ে মোবাইল এ কথা বলেছেন চিরন্তন কিন্তুু কাকাতো ভাই অনির্বাণ মোবাইলে বাজে ভাবে গালিগালাজ করে মা বাবাকে নিয়ে। তারপর চিরন্তন তার সাথে কথা বন্ধ করে দেয়। কিন্তু বুধবার সকালে এসে অনির্বাণ সংহিতা দেবও তার ছেলে চিরন্তন কে বেধড়ক মারধর করে। এই ঘটনা নিয়ে বিচারের প্রার্থনায় প্রথমে তারা এডি নগর থানায় গেলে পরে থানা কর্তৃপক্ষ মহিলা সংক্রান্ত ব্যাপার দেখে পশ্চিম মহিলা থানায় পাঠিয়ে দেন। ঘটনা সম্পর্কে চিরন্তন দে সংবাদমাধ্যমকে জানান অনেকদিন যাবত ধরে অনির্বাণ তার পরিবারের সাথে এবং চিরন্তন সাথে খারাপ ব্যবহার করে আসছেন কিন্তু আজ সকালে এসে এভাবে মারধর করবে তা জানা ছিল না। তাই মা ও ছেলে থানার দ্বারস্থ হন বাইট এখন দেখার বিষয় পশ্চিম মহিলা থানা মামলা নিয়ে তদন্ত কতটুকু এগিয়ে নিয়ে যান।