জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাতে বড়জলা মহান ক্লাব সংলগ্ন এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতে ১৪টি দোকান ক্ষতিগ্রস্থ হয় তার মধ্যে পৌরনিগমের জায়গায় নয়টি দোকান এবং নিজস্ব জায়গায় পাঁচটি দোকান রয়েছে বলে জানান পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার পৌরনিগমের মেয়র দীপক মজুমদার পৌরনিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও মেহর ইন কাউন্সিলররা বরজালা এলাকায় ক্ষতিগ্রস্ত জায়গায় পরিদর্শনে গেলেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌরনিগমের মেয়র বলেন যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পৌরনিগমের পক্ষ থেকে ভিট দেওয়া যায় কিনা পরবর্তী সময়ে পার্মানেন্ট কনস্ট্রাকশন করে দেওয়া হবে যাতে করে দ্বিতীয়বার এমন ক্ষতিগ্রস্ত না হয়। মানবিক দিক দিয়ে পৌর নিগন থাকবে বলে জানান পাশাপাশি তিনি আরো বলেন সদর মহকুমা শাসক থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এবং বর্তমানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আগের জায়গায় দোকান ভিট না তোলেন তার আবেদন রাখেন এবং সবাই জাতে ব্যবসা করতে পারে রাস্তার পাশের ব্যবসায়ীরা যাতে আগের মতন ব্যবসা করা যেতে পারে সেদিকে পৌরনিগম রাজ্য সরকারের সাথে কথা বলে ঠিক করবে বলে জানান। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।