Site icon janatar kalam

বেলবাড়ি TSR এ-কোম্পানি হেড কোয়াটার পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টিএসআর সপ্তম বাহিনীর অন্তর্গত, বেলবাড়ি এ-কোম্পানি হেড কোয়াটার পরিদর্শনে যান। এদিন তিনি ক্যাম্পগুলি সম্পর্কে সম্যক ধারণা ও জওয়ানদের বিভিন্ন বিষয়ে অবগত হন l এর প্রবাহমানতা হিসেবে সংশ্লিষ্ট আধিকারিকগন দ্বারা নিয়মিত টিএসআর এর বিভিন্ন বিভাগ গুলি নিয়মিত পরিদর্শন জারি থাকবে বলে জানান l তাছাড়া গতানুগতিক কর্তব্য পালনের পাশাপাশি, পারিপার্শিক প্রবাহমান ঘটনাবলী সম্পর্কেও সজাগ দৃষ্টিপাত আবশ্যক বলে মত প্রকাশ করেন এবং বর্তমানে মহিলা ক্ষমতায়নের ইতিবাচক ফলশ্রুতিতে, সম্প্রতি স্বচ্ছ নিয়োগ নীতিতে এই বাহিনীতে উচ্চ শিক্ষিত মেয়েরাও যোগ দিচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version