জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ মহান স্বাধীনতা সংগ্রামী ভারত মাতার বীর সন্তান “পাঞ্জাব কেশরী” লালা লাজপত রায়ের জন্মদিন। এদিন ওনার চরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও শত কোটি প্রণাম নিবেদন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ১৮৬৫ সালে আজকের দিনেই পঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন লালা লাজপত রাই। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে “লাল-বাল-পাল” বলে পরিচিত যে ত্রয়ীর নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাঁদের মধ্যে তিনি অন্যতম।
১৯২৮ সালের ৩০ অক্টোবর তারিখে লালা লাজপত রাই সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি ব্রিটিশের পুলিশের লাঠি চার্চে গভীর ভাবে আহত হন। গুরুতরভাবে আহত হয়ে তিনি বলেছিলেন, ‘আমার শরীরে করা ব্রিটিশের প্রহার, ব্রিটিশের ধংসের কারণ হয়ে উঠবে’। ব্রিটিশ পুলিশের হাতে গুরুতরভাবে আহত হওয়ার ফলে ১৯২৮ সনের ১৭ নভেম্বর তারিখে তাঁর মৃত্যু হয়। লালার কথাই সত্যি হয়েছিল। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গোটা ভারত। চন্দ্রশেখর আজাদ, ভগত সিং, রাজগুরু ও সুখদেব ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা লালাজির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আজকের দিনটিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর সাহসীকতা ও আত্মবলিদানের জন্য সবাই মিলে ওঁনাকে স্মরণ করার জন্য।