জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন, সাংবাদিক সম্মেলনে চাকুরীচুত্য ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।পাশাপাশি বিধায়ক আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করছেন কথা বলছেন খোঁজ খবর নিচ্ছেন এই বিষয় নিয়ে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে, তখন তিনি বলেন যে এই বিষয়ে উনি কিছু বলবেন না এই বিষয়ে প্রদেশ সভাপতি রয়েছেন উনি বলবেন বলে জানান। তিনি আরো বলেন বাম আমলে ১০৩২৩ চাকুরী নিতিতে নিয়মের বাইরে কাজ করার ফলেই বর্তমানে ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষকদের এই অবস্থা। তার জন্য রাজ্য সরকার অনেক চেষ্টা করেছেন কিন্তু চাকরির নিয়োগ নীতিতে ভুল থাকার কারণে তাদের চাকরি চলে গিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।