Site icon janatar kalam

ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে এবছরও ধান ক্রয় করছে এফ.সি.আই। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এরই অঙ্গ হিসেবে আজ মাধববাড়ীস্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে এফ.সি.আই এর উদ্যোগে জিরানিয়া মহকুমার কৃষকদের কাছ থেকে ন্যুনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী জানান ধানের মূল্য বৃদ্ধিতে কৃষকদের উৎসাহ বেড়েছে৷ ফলে, ফলনও বেড়েছে। ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ত্রিপুরায় কয়েক লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। তাতে, ত্রিপুরা সরকারের আর্থিক বোঝা বেড়েছে ঠিকই, কিন্তু কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।অতীতে ত্রিপুরায় এমএসপি-র মাধ্যমে ধান কেনার কোনও বন্দোবস্তই ছিল না। ফলে কৃষকরা বঞ্চিত হতেন। আমাদের সরকার তা শুরু করেছে বলে জানান৷ তাছাড়া ত্রিপুরা সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ১৯৪০ টাকা দরে ধান ক্রয় করছে। এবছর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ২০ হাজার মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে।পাশাপাশি তিনি আরো বলেন আমরা আশা করছি এবছর আমরা নির্ধারিত এই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবো এবং আমি রাজ্যের কৃষকবন্ধুদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি বিভাগ বা মহকুমাশাসকের দফতরে ধান বিক্রয় করুন এবং ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রয়ের সুবিধা গ্রহণ করুন বলে আহবান রাখেন মন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্বাবধায়ক আধিকারিক সুব্রত দাস, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার আধিকারিকেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Exit mobile version