Site icon janatar kalam

বটতলা এলাকাকে যানজটমুক্ত রাখতে পুর নিগমের মেয়রের বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বটতলা থেকে দশমীঘাট যাওয়ার রাস্তাটি প্রায় সময় যানজট বেধে থাকে, যার ফলে সাধারন মানুষ থেকে শুরু করে মরদেহ নিয়ে যাওয়া যাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়, সেদিকে লক্ষ রেখেই এলাকায় বিভিন্ন ক্লাব যেমন নবদিগন্ত, যুবসমাজ, জেপিসি, দশমিঘাট ক্লবের প্রতিনিধি, ট্রাফিক দপ্তরের প্রতিনিধি ও বটতলা বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার শৈলেশ কুমার যাদবসহ অন্যান্যরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান বটতলা টু দশমীঘাট যাওয়ার রাস্তাটিতে যানজট নিরসনে কী ব্যবস্থা নেওয়া যায় পাশাপাশি রাজ শ্মশানের দূষণমুক্ত পরিবেশ মুক্ত করা নিয়ে আজকের এই বৈঠক বলে জানান তিনি, কেননা রাস্তাটিতে সবসময় যানজট বেধে থাকে এবং সাধারণ মানুষ চলাচলে সমস্যার সম্মুখীন হয় তাই তা দ্রুত নিরসনে এই বৈঠক বলে অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version