Site icon janatar kalam

পশ্চিম থানায় সম্রাট রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এন এস ইউ আই দলের ছাত্র সংগঠনের সভাপতি সম্রাট রায়ের বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানা একটি মামলা গ্রহণ করেছিল, তার পরিপ্রেক্ষিতেই আজ আগরতলা পশ্চিম থানার সম্রাট রায় কে ডাকা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এন এস ইউ আই দলের সভাপতি সম্রাট রায় বলেন রাজ্যের ইতিহাস সাক্ষী যে এন এস ইউ আই ছাত্রছাত্রীদের স্বার্থে লড়াই চালিয়ে আসছে, শাসক দলের এমন কি ভয় রয়েছে যে ছাত্রদের জন্য লড়াই করা দলের উপর মিথ্যা অভিযোগ লাগানোর দরকার পরেছে তাও আবার ১৪৪ ধারা, এন এস ইউ আই রাজ্যের প্রশাসনকে মান্যতা দিয়েই আন্দোলন করেছে কোন জায়গায় কোন ধরনের পাব্লিক পোপারটি নষ্ট করেনি, তা সত্বেও এধরণের মিথ্যা অভিযোগ লাগানো হয়েছে এন এস ইউ আই এধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছে এবং আগামীদিনেও রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার জন্য তাদের লড়াই সংগ্রাম জারী থাকবে বলে জানান।

Exit mobile version