জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে ক্রমশ বেড়েই চলছে চুরের উপদ্রব। এ বিষয়ে বহুবার রাজ্যের জনগন প্রশাসনের দ্বারস্থ হলেও রাজ্যের পুলিশ প্রশাসন কুম্ভ নিদ্রায় মগ্ন। সুতরাং বলা যায় চুরেদের সাহস বেড়েছে প্রশাসনের দায়সাড়া ব্যবহারের ফলেই। আবারও রাজধানীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে, জানা যায় রাজধানী আগরতলা ব্যানার্জী পাড়া এলাকায় নবীন মোদক নামে এক ব্যক্তি স্কুটিতে ১ লক্ষ ২০ হাজার টাকা রেখে নিজ বাড়িতে যায়, পরে এসে নবীন বাবু দেখতে পাই যে উনার টাকা চুরি হয়েছে। সেই মোতাবেক নবীন বাবু আগরতলা পশ্চিম থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন এবং যে জায়গা থেকে টাকা চুরি হয়েছে সেখানে পাশ্ববর্তী একটি বাড়ির সিসি ক্যামেরার সাহায্যে আগরতলা পশ্চিম থানার পুলিশ ওই চোরকে আটক করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার পরিমান ৮০ হাজার টাকা। জানা যায় ওই চোর এর আগেও বেশ কয়েকবার চুরি করেছে নাম ইব্রাহিম মিয়া বাড়ি চারিপারা এলাকায়। আগরতলা পশ্চিম থানার ওসি রঞ্জিত দেবনাথ জানান আজ ঐ চোরকে কোর্টে তোলা হবে এবং ৩ দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে।