জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যথাযথ মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, উপস্থিত ছিলেন এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় ও দলীয় অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন দেশকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা এবং আমাদের দেশের গনতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য এই শুভ দিনের মধ্য দিয়ে নতুনভাবে শপথ নেওয়া দরকার বলে জানান। তাছাড়া আমরা যারা দেশ এবং ধর্মনিরপেক্ষতাকে ভালবাসি আমাদের প্রত্যেককে ধর্মনিরপেক্ষতাকে আরও মজবুত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।