Site icon janatar kalam

পূর্ন রাজ্য ইস্যুতে বিরোধী দলনেতা মানিক সরকারকে তোপ দাগলেন ডাঃ অশোক সিনহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বিরোধী দলনেতার উপর পাল্টা তোপ দাগল প্রদেশ বিজেপি। তার বিরুদ্ধে ছোড়া হল শব্দবাণ। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র ও সহ-সভাপতি অশোক সিনহা এবং নবেন্দু ভট্টাচার্য মুখ খুলেন বিরোধী দলনেতা মানিক সরকারের বিরুদ্ধে। তারা বলেন পূর্ণ রাজ্য দিবস নিয়ে মানিক সরকার মিথ্যাচার করেছেন। এদিন ডাক্তার অশোক সিনহা বলেন মানিক সরকার নিজেকে পাল্টাতে পারেন নি। তার আমাশা এবং ছেলেখেলার কারণে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের চাকরী গেছে বলে মন্তব্য করেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন মানিক সরকারের মতো লোকেরা বিজেপিকে মহারাজাদের দল বলে উল্লেখ করে থাকেন এবং পূর্ন রাজ্য নিয়ে মানিক সরকারের মন্তব্য ও বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের তুল্যমুল্য বিশ্লেষণ করেন। পাশাপাশি শ্রী সরকার টানা ১৭ বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ করার প্রয়োজন বোধ মনে করেননি । প্রতিবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কর্মহীন যুব সম্প্রদায়ের সামনে চাকরীর টোপ ঝুলানো হতো। অবশেষে চাকরী প্রদানের মাধ্যমে সৃষ্টি করা হল ১০৩২৩ নামে বিশেষ সংখ্যা । তাদের নিয়োগ সম্পর্কে দেশের সর্বোচ্চ আদালত রীতিমতো বিষোদগার করেছে । ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বর্তমান পরিস্থিতির জন্য মানিক সরকার সরাসরি দায়ী বলে মন্তব্য করেন অশোক । তাছাড়া ডাঃ সিন্‌হা এবং শ্রী ভট্টাচার্যের বক্তব্য সাধারণভাবে সরকারী চাকরী প্রদান নয় , স্বয়ম্ভরতার উপর বর্তমান রাজ্য সরকার গুরুত্ব আরোপ করেছে । এই কারণে আয় বেড়েছে কৃষকদের । উৎপাদন বেড়েছে ধান সহ সব ধরণের কৃষিজ সামগ্রীর । রাজ্য স্বয়ম্ভরতার পথে এগিয়ে চলছে । মানুষ রাজ্য প্রশাসনের ভূমিকায় খুশী । মানিক সরকার সহ সিপিএম বরাবর শুধুই বিভ্রান্তি সৃষ্টি করে গেছে । এই কাজ তারা এখনও চালিয়ে যাচ্ছে । কেন্দ্রীয় বঞ্চনার দোহাই দিয়ে রাজ্যকে স্বয়ন্তর করার পথে হাঁটেনি মানিক সরকারের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার । বর্তমান বিজেপি – আইপিএফটি সরকারের তিন বছর নয় মাস বয়সে রাজ্যের উন্নয়ন সাধারণ মানুষ প্রত্যক্ষ করছেন বলে দাবী করেন বিজেপির দুই নেতা ।

Exit mobile version