Site icon janatar kalam

বিভিন্ন দল ছেড়ে ১৬৪ ভোটার তিপ্রামথায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিধানসভা নির্বাচনের ঠিক এক বছরেরও বেশি সময় বাকি থাকতে, রাজ্য জুড়ে দল ছেড়ে দলে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার, সেপাহিজলা জেলার মোহনভোগ আরডি ব্লকের দশরথবাড়ির এডিসি গ্রামের কালাখেত এলাকার 30টি পরিবারের 164 জন ভোটার ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী সিপিএম ছেড়ে তিপ্রামথায় যোগ দিয়েছেন। শুক্রবার মুসলিম সম্প্রদায়ের ভোটাররা তাদের দল ছেড়ে তিপ্রামথায় যোগ দিয়েছেন। নতুন দলে যোগ দিয়ে বিগত দিনের বঞ্চনার অভিজ্ঞতা তুলে ধরেন ভোটাররা। আবারও অসন্তুষ্ট আদিবাসী ভোটাররা বর্তমান শাসকের অধীনে তাদের দল ত্যাগ করেছে। আজকের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিপ্রামথা রাজ্য সম্পাদক অমিয় নোয়াটিয়া, চারিলাম রাজনৈতিক জেলা সভাপতি বিচিং দেববর্মা এবং মহম্মদ সেন্টুমিয়া, মোহনভোগ সাব-জোনাল চেয়ারম্যান অমলেন্দু নোয়াদিয়া এবং রতি ত্রিপুরা। সব রাজনৈতিক দলই নতুন ভোটার টেনে তাদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় শুধু রাজনীতিবিদরাই নয় ভোটাররাও পিছিয়ে নেই।

Exit mobile version