জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে চলা প্যাজেক ড্রিংকিং ওয়াটারের গুন নিম্নমানের এই অভিযোগ চাউর হতেই, শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গড়ে উঠা কোম্পানী গুলির বৈধতা যাচাই করতে ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রশাসনকে। অবশেষে উচ্চ আদালতের দাবরানি খেয়ে প্রশাসনিক আধিকারিকরা কোম্পানিগুলির অভিযান করতে নামে। তারই পরিপ্রেক্ষিতে আজ অভিযানের অঙ্গ হিসাবে পূর্ব শিবনগর আর আর একুয়া ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানীতে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের দলটি। উচ্চ আদালতের নির্দেশ এই অভিযান চালানো হয়। যাদের লাইসেন্স নেই অথচ ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক পশ্চিম জেলার তালিকা ভুক্ত ৩৮ টি এই ধরনের কোম্পানীতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানকারী দলের প্রধান পশ্চিম জেলার CMO ইনচার্জ ডাঃ সঙ্গীতা চক্রবর্তী জানান বেশ কিছু কোম্পানিতে ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে। যাদের বৈধ লাইসেন্স নেই তাদের প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। এই নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনেকেই এই ক্ষেত্রে সচেতন। তাই তারা নিজে থেকেই প্ল্যান্ট বন্ধ রাখছেন বলে জানান তিনি। তাছাড়া বৈধ কাগজ না থাকার কারনে গতকাল বন্ধ করে দেওয়া হয় দক্ষিন ইন্দ্র নগরের একটি প্যাজেক ড্রিংকিং ওয়াটার কোম্পানি বলেও জানিয়েছেন তিনি।