জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানীর টাউন হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন মাদকের কুপ্রভাব সমূলে উৎখাত করতে অামাদের সরকার অঙ্গিকারবদ্ধ। মাদকের কূ-প্রভাব থেকে যুবসমাজকে মুক্ত করে “নেশামুক্ত ত্রিপুরা” গড়ে তোলার লক্ষ্যে আগরতলা পুর নিগমের অন্তর্গত আগরতলা ক্লাব ফোরামের প্রতিনিধিদের উপস্থিতিতে সমস্ত ক্লাবগুলোর মধ্যে প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে নেশা বিরোধী অভিযান সহ প্রশাসন ও ক্লাবগুলোর মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময়ে ক্লাবগুলোর সহযোগিতায় রক্তের চাহিদা পূরণে রক্তদান শিবিরের আয়োজন, ক্লাবগুলোর চাহিদা অনুযায়ী তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং “কোভিড-১৯” আপতকালীন পরিস্থিতিতে বিভিন্ন সেবামূলক কাজে ক্লাবগুলোর সহযোগিতা ও সদর্থক ভূমিকা সহ বিভিন্ন কর্ম পরিকল্পনা তৈরীর লক্ষ্যে এই আলোচনা সভা বলে জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অাগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, ক্লাব ফোরামের কর্মকর্তা সঞ্জয় পাল,সেবক ভট্টাচার্য্য সহ ১২০ টি ক্লাবের প্রতিনিধিরা।