Site icon janatar kalam

গাঁজা বিরোধী অভিযানে সাফল্য মধুপুর থানার পুলিশের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোনবন, সীতাখোলা, হাসের গোবর, বুড়ির ডংসহ আশপাশের ৭০ একর জমিতে বিস্তৃত ৩৭টি বাগানের এক লাখ ৪০ হাজার গাঁজার গাছ ধ্বংস করে পুলিশ। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধানগর, দুরন্ত চৌধুরীপাড়া। অভিযানে প্রথম ব্যাটালিয়ন টিএসআর, বিএসএফের কামথানা বিওপি, কোনাবন বিওপি, কমলাসাগর বিওপি এবং বিশালগড় বন বিভাগের কর্মীরা অন্তর্ভুক্ত ছিল।অভিযানে নেতৃত্ব দেন মধুপুর থানার ওসি তাপস দাস। তবে এসব গাঁজা বাগানের সঙ্গে জড়িত কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Exit mobile version