Site icon janatar kalam

রাজ্যে সর্বোচ্চ করোনা সংক্রমনের সংখ্যা 1385 জন, মৃত্যু ৪ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে রকেট গতিতে সংক্রমণ বাড়ছে। প্রতিদিন সংক্রমণের পাশাপাশি রাজ্যে মৃত্যুর হারও বাড়ছে। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে বলে সচেতন মহলের ধারণা। গত 24 ঘন্টায়, 1385 জন নতুন সংক্রামিত হয়েছে, সোমবার মোট 9321 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। পশ্চিম জেলায় এখনও উত্তরণের অগ্রভাগে রয়েছে। পশ্চিম জেলায় 610 জন, উনোকোটি জেলায় 145 জন, দক্ষিণ ত্রিপুরায় 137 জন, গোমতি জেলায় 133 জন, ধলাই জেলায় 132 জন, সিপাহিজলা জেলায় 96 জন, উত্তর ত্রিপুরা জেলায় 87 জন এবং খোয়াই জেলায় 45 জন আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় ইতিবাচকতার হার 14.86 শতাংশে দাঁড়িয়েছে এবং 4টি মৃত্যুর রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

Exit mobile version