Site icon janatar kalam

ছাত্র-ছাত্রীদেরকে স্পেশাল ভ্যাকসিনেশন করা হবে – রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ও তুলসী বতি বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। করোনার তৃতীয় ঢেউ রাজ্যে আছড়ে পড়ার সাথে সাথে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই, বিদ্যালয় শিক্ষা দপ্তর এর পক্ষ থেকে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে পিতা কিংবা মা নির্দেশ নিয়ে বিদ্যালয় আসার জন্য বলা হয়েছে। বিশেষ করে ১৫ থেকে ১৮ বছরের ছাত্র-ছাত্রীদেরকে ১৯,২০,২১ এই তিনি দিন স্পেশাল ভ্যাকসিনেশন করা হবে তাতে করে ছাত্রছাত্রীরা করোনা সংক্রমণ ভাইরাস থেকে মুক্ত হতে পারেন। রাজ্য সরকার চাইছে রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় সমস্ত বিদ্যালয়ে যাতে ১০০শতাংশ ভ্যাকসিনেশন করতে পারেন তাতে করে যেই জেলার বিদ্যালয় যদি ভ্যাকসিনেশনের প্রথম হতে পারে তার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে পুরস্কৃত করা হবে বলে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বাইট এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন করুনার তৃতীয় ঢেউ এ শিশু দের সংক্রমণে আক্রান্তের সংখ্যা কম তারপরেও রাজ্য সরকার ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি নিতে চাইছেন না।

Exit mobile version