জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলার হাপানিয়া স্থিত টিপসে ছাত্র ছাএীরা পরীক্ষা পিছিয়ে দেবার দাবীতে অন্দোলনে নেমেছিলেন কিন্তুু টিপস এর পক্ষ থেকে কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি এখনো। টিপসে পড়ুয়া ছাত্র ছাত্রীরা করোনার তৃতীয় ঢেউ এ আক্রান্ত হতে পারেন তার পরিপ্রেক্ষিতেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলনে নেমে ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ কে প্রশ্ন করা হলে তিনি বলেন স্কুলের অষ্টম, নবম, একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের কিছু হয়নি, তিনি বলেন পরীক্ষা দিলে করোনা হয়ে যাবে এটা ঠিক নয়। এডুকেশনকে লস করার জন্য রাজনৈতিককরন করা হচ্ছে। তা করে রাজ্যের শিক্ষার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে দাঁড়াবে তার পাশাপাশি তিনি আরো বলেন বাজারগুলোর মধ্যে লোকসমাগম এবং ইকফাই কলেজ কে রাজ্য সরকারের নিয়ম মেনে চলার অনুমতি দিয়েছেন কিন্তু টিপসের পরীক্ষা বিষয়ক ব্যাপারটি উচ্চ শিক্ষা দপ্তরের নয় সেটি স্বাস্থ্য দপ্তরের অধীনে তাই স্বাস্থ্য দপ্তর বিষয়গুলো দেখছেন বলে জানান তিনি।