Site icon janatar kalam

জামিন পেল নারী নেত্রীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আগরতলা সিজিএম আদালত থেকে চার নারী নেত্রী কে ৩০ হাজার টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়। জানা যায় 2020 সালের জুন মাসে, সিপিআই-এম কোভিড বৃদ্ধির মধ্যে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সেই সময়ে রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ আছরে পড়েছিল। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তারপরেও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নারীদের সুরক্ষার স্বার্থে আগরতলা শহরে মিছিল সংঘটিত করেছিল।সেই সময়ে পুলিশ প্রশাসন চার নারী নেএিকে গ্রেপ্তার করেছিলেন কোভিড নির্দেশিকা লঙ্ঘনের জন্য, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল৷ তারই পরিপ্রেক্ষিতে সোমবার সিপিআই-এম নারী নেত্রীদের আদালতে পেশ করা হয় এবং তাদের সকলেই জামিন পান। আবেদনকারীদের পক্ষে, আইনজীবী ভাস্কর দেববর্মা যুক্তি উপস্থাপন করেন। জানা গেছে, নারী নেত্রীদের মধ্যে রয়েছেন কৃষ্ণ রক্ষিত, লিপিকা চৌধুরী, ছায়া বল,ও ঝর্ণা দাস বৈদ্য। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে নারী নেএি ঝরনা দাস বৌদ্য সংবাদমাধ্যমকে জানান রাজ্যে নারী ঘটিত অপরাধ প্রবণতা বেড়েই চলছে তার পরিপ্রেক্ষিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ময়দানে নেমে ছিল কিন্তু বর্তমান সরকারের পুলিশ প্রশাসন তাদেরকে অন্যথায় মামলা নিয়েছেন বলে জানান।

Exit mobile version