Site icon janatar kalam

প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন ৩০ শে জানুয়ারী পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের, জানালেন শিক্ষামন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার সন্ধ্যায় বিদ্যালয়ে পঠন-পাঠন নিয়ে রাজ্য সচিবালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিন তিনি জানান ইতিপূর্বে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সমস্ত বিদ্যালয়ে পঠন-পাঠন স্থগিত রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে মোতাবেক শিক্ষা দফতর আদেশ জারি করেছে। সেটা হল প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে পঠন-পাঠন আগামী ৩০ জানুয়ারি স্থগিত থাকবে। তাছাড়া, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫০ শতাংশ ছাত্রছাত্রী একদিন অন্তর বিদ্যালয়ে উপস্থিতির অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে, অভিভাবকদের অনুমতি নিয়ে তবেই ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারবে। তাছাড়া কলেজগুলিতে পূর্বের আদেশ ৩০ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। আগামী ২৯ জানুয়ারি সামগ্রিক বিষয় নিয়ে পর্যালোচনার পর পরবর্তী আদেশ জারি করা হবে, বলেন তিনি।

Exit mobile version