Site icon janatar kalam

পুলিশের জালে আটক এয়ারপোর্ট ডাইরেক্টর, পুলিশের মহা নির্দেশক ও CISF দপ্তরে হুমকিমূলক মেইল পাঠানোর অভিযুক্ত সুমিত দত্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজধানীর ভট্টপুকুরস্থিত মর্ডান ক্লাব এলাকার বাসিন্দা সুমিত দত্ত নামে এক যুবক তার একটি ইমেইল আইডি থেকে মেইল করে এয়ারপোর্ট ডাইরেক্টর, পুলিশের মহা নির্দেশক ও CISF দপ্তরে। এই ইমেইলে উল্লেখ ছিল নতুন এয়ারপোর্ট এর ফ্লাইট হাইজ্যাক করে নেবে সুমিত দত্ত। তার এই ইমেইলের পরিপ্রেক্ষিতে নর সিংগরস্থিত এয়ারপোর্ট থানার পুলিশ মামলা করে এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সেই অভিযোগের পরিপেক্ষিতে।এদিন রাতেই সুমিত দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট থানায় নিয়ে আসা হয়। শনিবার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাকে এয়ারপোর্ট থানায় জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ এখন মামলাটি গুরুত্ব দিয়ে দেখছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন।

Exit mobile version