জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কিছুদিন আগে সার্কিট হাউজস্থিত এলাকায় দুজন ছাত্রকে যেভাবে মারধর করা হয় এন সি সি থানায়। সেই বিষয়ে আজ আগরতলা ট্রাফিক ভবনে ডেপুটেশন প্রদান করে এন এস ইউ আই দলের এক প্রতিনিধি দল। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় বলেন বর্তমানে ছাত্রদের উপর আন্দোলন চলাকালীন পুলিশের গুন্ডাগিরি লক্ষ করা যাচ্ছে, তা অব্যাহত রয়েছে। সুতরাং রাজ্যের ছাত্রছাত্রীদের উপর আক্রমন ও লাঠি চার্জ করছে পুলিশ এককথায় রাজ্যে জঙ্গল রাজত্ব চলছে। তাই যে ট্রাফিক অফিসাররা ছাত্রদের উপর আক্রমন চালিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা যেন করা হয় তার দাবী রেখেছেন এবং তা না হলে সারা রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।