Site icon janatar kalam

শুরু হল ফুটপাত উচ্ছেদ অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার সকালে আগরতলার শহরে ফুটপাতের যে সমস্ত ব্যাবসায়ীরা বিগত অনেক দিন যাবত ধরে ফুটপাতে ব্যাবসা তাদের কে গতকাল পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার ও পৌরনিগম এর কমিশনার শৈলেশ কুমার যাদব,সহ পৌরনিগম এর আধিকারিকরা জানান দিয়েছিলেন দোকান গুলো সরিয়ে নিতে কিন্তুু ব্যাবসায়ীরা তা করেন নি তাই বুধবার সকালে পৌরনিগম এর পক্ষ থেকে তাদের দোকান পাট ভেঙ্গে,গুড়িয়ে দেয় জাতে করে জনগন ফুটপাত দিয়ে চলাফেরা করতে অসুবিধা না হয় তার এবং ফুটপাত দিয়ে জনগণ চলাফেরা করতে পারেন তার জন্য পৌরনিগমের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পৌরনিগমের আধিকারিক বাইট আগরতলা শহরকে যানজট মুক্ত করা এবং ফুটপাত ব্যবসায়ীরা জাতের রাস্তা দখল করে ফুটপাতে ব্যবসা করতে না পারে এবং তারা অবৈধভাবে ব্যবসা করছেন তাদের জন্য পৌরনিগম অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলো জানিয়ে দেন পৌরনিগমের আধিকারিক।

Exit mobile version