Site icon janatar kalam

কাউন্সিলর অভিষেক দত্তের উদ্যোগে করা হল স্বচ্ছ ভারত অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার National Youth Day উপলক্ষ্যে রাজধানীর বিজয়কুমার স্কুলের নিকট রাস্তায় আজ স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন 18নং ওয়ার্ডের কাউন্সিলর অভিষেক দত্ত। বলা চলে কাউন্সিলর অভিষেক দত্ত পুর নিগম নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অঙ্গ হিসাবে এলাকার মানুষদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান এবং পরিস্কার পরিচ্ছন্নভাবে নিজ এলাকাকে সাজিয়ে রাখার লক্ষেই এধরণের কর্মসূচী পালন বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।

Exit mobile version