জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে জানানো হয়েছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে বিভিন্ন ধরনের চক্ষু রোগীদের চিকিৎসাসহ ধারাবাহিকভাবে চোখের ছানির অস্ত্রোপচার করা হচ্ছে । গত ৬ জানুয়ারি ২০২২ তারিখে জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ফণী সরকারের নেতৃত্বে মেডিকেল টিম মোট ৫১ জনের চোখের ছানির অস্ত্রোপচার করেন । অস্ত্রোপচারের পর সকলেই সুস্থ আছেন। সুতরাং বলা চলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে অন্য মাত্রায় পৌছাবার লক্ষে যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা
একপ্রকার সাফল্যের সহিত বাস্তব রূপে প্রকাশ পাচ্ছে বলে ধারনা অভিজ্ঞ মহলের একাংশের।