জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কথায় আছে লোভে পাপ , পাপে মৃত্যু, সকলেরই জানা, তা বলে লোভ সামলানো কিন্তু অত্যন্ত কঠিন। সামান্য এক টমটম চালক লোভ আর লাভের গল্পে এমন দৃষ্টান্ত রেখেছেন যার জন্য তাকে নত মস্তকে স্যালুট জানাতেই হচ্ছে। ঘটনটা বলি, জন দর্পণের সম্পাদক বাপন সাহা মঙ্গলবার কাজে বেরিয়ে একটা টমটমে ওনার মোবাইল ফেলে এসে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে টের পান মোবাইল হারিয়ে গেছে। শেষ পর্য্যন্ত সে অন্য মোবাইলে মিসড কল দিতেই অন্য প্রান্তে সেই টমটম চালক ফোন রিসিভ করে। মোবাইল কোথায় গেলে পাবেন সেই ঠিকানায় ছুটে যান বাপন বাবু । এই টুকুই ঘটনা ,যে কাহিনীতে এক টমটম চালকের লোভ আর লাভের পৃথিবীতে অসামান্য উদাহরণ সৃষ্টি করলেন। জন দর্পণের কর্ণধার মোবাইল ফিরে পেলেন। বিনিময়ে টমটম চালক কি নিলেন জানতে চাইছেন? কিচ্ছু না,মোবাইল ফিরিয়ে দিয়ে দায়মুক্তির নির্ভেজাল একটা স্মিত হাসিতে টমটম স্টার্ট দিয়ে মুহূর্তেই হাওয়া সাওয়ারির খোঁজে শহরের রাজপথে।