Site icon janatar kalam

বৃদ্ধি করা হলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীদের মাথাপিছু ব্যয় করার সর্বোচ্চ সীমা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীদের মাথাপিছু ব্যয় করার সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে । লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের প্রার্থীরা এখন থেকে ৯৫ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন । ২০১৪ সালে এর পরিমাণ ছিলো ৭০ লক্ষ টাকা । এছাড়া বিধানসভা নির্বাচনের সময় প্রার্থীরা ২৮ লক্ষ টাকা ব্যয় করতে পারবেন । এক্ষেত্রে ২০১৪ সালে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা যেতো । রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন । এই প্রেস রিলিজে আরও বলা হয়েছে , লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীদের মাথাপিছু ব্যয় করার সর্বোচ্চ সীমা সর্বশেষ ২০১৪ সালে অনেকটা বৃদ্ধি করা হয়েছিলো । ২০২০ সালে ব্যয়ের সর্বোচ্চ সীমার পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি করা হয় । কিন্তু ২০১৪ সালের তুলনায় ২০২১ সালে দেশে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১২.২৩ শতাংশ । বর্তমানে দেশে মোট ভোটার ৯৩ কোটি ৬০ লক্ষ । তাছাড়া ২০১৪-১৫ – এর তুলনায় ২০২১-২২ – এ কস্ট ইনফ্লেশন ইনডেক্স 240 থেকে বেড়ে ৩১৭ তে দাঁড়িয়েছে । বৃদ্ধির হার ৩২.০৮ শতাংশ ৷ এদিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দলগুলির দাবি অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনের তদারকিতে অবসরপ্রাপ্ত আইআরএস আধিকারিক হরিশ কুমার , সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা , সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার চন্দ্রভূষণ কুমারকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় । কমিটি এক্ষেত্রে নির্বাচনের প্রার্থীদের মাথা পিছু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করার যুক্তিসঙ্গতা স্বীকার করে খরচের হার বৃদ্ধি করার সুপারিশ করেছে । নির্বাচন কমিশন কমিটির সুপারিশ গ্রহণ করেছে এবং প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

Exit mobile version