Site icon janatar kalam

করোনার ভাইরাসের জেরে নবমী পূজাতেও মায়ের দর্শন পেলোনা দর্শনাথীরা

আজ মা বাসন্তীর নবমী পূজা, মন্দিরে করা হলো আরতি, রয়েছে অন্নভোগের আয়োজন। সপ্তমী ,অষ্টমী পূজাতে নিজেদের গৃহবন্ধী করে রাখলেও নবমী পূজাতে মন্দিরের গেটের বহিরভাগে দেখা গেলো ভক্তদের সামান্য ভিড়। দেখা গেলো মার উদ্যেশে মন্দিরের গেইটের বহিরভাগে মোমবাতি ধূপকাঠি জ্বালাতে। অন্য বছরের এই দিনটি ভক্তদের ভক্তি শ্রদ্ধায় এবং দর্শণার্তীদের ভিড়ে মন্দিরের পূজা অন্য মাত্রা পেত। আজ রাজ্যে লকডাউন ও স্যোশাল ডিসটেন্স কে মান্যতা দিয়ে নিয়ম রক্ষাতে পুরোহিতরা সেরে নিচ্ছেন নবমী পূজা।

Exit mobile version