জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে শুরু হল রামঠাকুর কলেজের ৭ দিনব্যাপী রক্তদান উৎসবের। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন মহামারীর পরিস্থিতিতে রাজ্যে রক্তের খুব প্রয়োজন, যে কাজ এন এস এস সংস্থা প্রতিনিয়ত করে থাকেন। রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি প্রতিনিয়তই করে থাকেন। তাই রাজ্যের এনএসএস কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং রক্তদাতাদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।