Site icon janatar kalam

ঘর থেকে বেরোলেই মাস্ক পরিধান বাধ্যতামূলক- অসীম সাহা( সদর মহকুমা শাসক)

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোটা দেশে যেভাবে করোনাসহ ওমিক্রনের সংক্রমনের মাত্রা বেড়ে উঠছে তা নিয়ে সকল ব্যবসায়ীদের সতর্ক করার উদ্দেশ্যে আজ সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের প্রতিনিধি এবং বিভিন্ন শপিং মলের মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকটি হয় সদর মহকুমা শাসক এর অফিসে। আজকের এই বৈঠক নিয়ে সদর মহকুমা শাসক বলেন সকল স্তরের ব্যবসায়ী ভাইদের কাছে সতর্ক বার্তা পৌছে যায় তার জন্য বন্ধের দিনে এই বৈঠক করা এবং ক্রেতাদের উদ্দেশ্যে এদিন সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন ঘর থেকে বেরোলেই যেন মাস্ক পরিধান করা বাধ্যতামূলক ও বিগত দিনগুলিতে যেভাবে করোনাবিধি মেনে চলেছেন সেই একই দিশায় যেন সকলে চলেন তার আহ্বাম রাখেন জনগনের কাছে।

Exit mobile version